Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
সর্বশেষ সংষ্করণ 2025-04-25T15:48:14Z
জৈন্তাপুরসিলেট

সিলেটে পাথর তোলার সময় যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তে ভারতীয় অংশ থেকে পাথর উত্তোলনের সময় এক শ্রমিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীপুর পাথর কোয়ারি থেকে তাকে নিয়ে যাওয়া হয় বলে জানান বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।

ধরে নিয়ে যাওয়া শ্রমিকের নাম এখলাস উদ্দিন (২৭)। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাতি গ্রামের বিলাল উদ্দিনের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছ থেকে বিষয়টি জেনেছি। এখলাসকে ভারতের ডাউকি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের হেফাজতে রয়েছে তিনি।”

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাংলাদেশি কয়েকজন সীমান্তের ১২৮০ মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের ভারতের অভ্যন্তরে প্রবেশ করে পাথর উত্তোলন করতে গেলে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়।

এ সময় অন্য পাথর শ্রমিকরা নৌকা নিয়ে পালিয়ে রক্ষা পেলেও বিএসএফ সদস্যরা এখলাসকে আটক করে নিয়ে যায় বলে জানায় বিজিবি।




বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ