বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : হাসপাতালে মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত বিয়ানীবাজারের ঘুঙ্গাদিয়া এলাকার বাসিন্দা জুমন আহমদ। সড়ক দুর্ঘটনায় নিহত আবির পাড়ি দিয়েছে না ফেরার দেশে কিন্তু তার বন্ধু জুমনকে বাচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।
গত ১১ এপ্রিল বিয়ানীবাজার টু মৌলভীবাজার যাওয়ার পথে কুলাউরা ব্রাম্মন বাজার বিকাল আনুমানিক ০৫ ঘটিকার দিকে জুমন ও আবির মোটরসাইকেল এক্সিডেন্ট করে। এক্সিডেন্টে আবির মারা যায় এবং জুমন বর্তমানে আইসিইউতে ভর্তি আছে। সিলেট আল হারামাইন হসপিটালে তার মুখমণ্ডলের অবস্থা বেশি খারাপ৷ ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্লাস্টিক সার্জরি করা লাগে। জুমনের পরিবার অবস্থা তেমন সচ্ছল নয়। তাদের সর্বস্ব উজার করে প্রাণ রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জুমনের পরিবার। কিন্তু এখন তাদের পক্ষে একেবারে অসম্ভব হয়ে পড়েছে চিকিৎসা সেবার অর্থ সংকট। এমতাবস্থায় চিকিৎসা চালিয়ে যেতে প্রচুর টাকার প্রয়োজন। তাই নিজেদের সাধ্যমতো অনুদান প্রদান করে জুমনকে বাঁচাতে সহযোগিতা কামনা করা হয়েছে।
📌 অনুদান পাঠানোর বিকাশ নম্বরগুলো:
• bKash personal: 01331346359
• bKash parsonal: 01321588124
• bKash parsonal: 01948382743