বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জের অতিরিক্ত মাদক সেবন করে মামা ফরইদ আহমদ (৪৫) ও ভাগ্নে রুবেল আহমদ (৩৬) এর মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল রোববার উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত ফরিদ আহমদ উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের তমজিদ আলীর ছেলে ও রুবেল আহমদ কানাইঘাট উপজেলার সড়কের বাজারের সৈয়দুর রহমানের ছেলে। তারা সম্পর্কে মামা ভাগ্নে বলে জানা যায়।
পুলিশ জানায়, রোববার বিকেলে উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের সেলিম উদ্দিনের ড্রয়ি রুম থেকে অচেতন অবস্থায় ফরিদ ও রুবেলকে উদ্ধার করে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর আগে রোববার ভোর রাত থেকে বিকেল পর্যন্ত কোন এক সময় অতিরিক্ত মাদক সেবনের ফলে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা যাচ্ছে৷ খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা।