বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে যুবলীগ নেতা মছরু আহমদকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের।
মঙ্গলবার (২৩ এপ্রিল) গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার রণকেলী উত্তর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মছরু আহমদ পৌরসভার রণকেলী উত্তর গ্রামের ফারুক আলীর ছেলে। সে গোলাপগঞ্জ থানার (মামলা নং ১৭,জিআর-১৬১/২০২৪, তারিখ-১৯/৯/২০২৪) মামলার (বৈষম্য বিরোধী আন্দোলনের গুলিবিদ্ধ আহত মামলা) ৪৭ নং এজাহার নামীয় আসামী।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা।