বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামে লিপি একাডেমিতে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৯ এপ্রিল) উপজেলার বাঘা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুরুকভাগ গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান লিপি একাডেমিতে সকাল থেকে শুরু হয় পিঠা উৎসব। এতে কোমলমতি শিক্ষার্থীরা নিজ বাড়ি থেকে হাতে তৈরি পিঠা দিয়ে কয়েকটি স্টল সাজান।
এসব স্টলে স্থান পায় গ্রামীন ঐতিহ্য ধারণ করা নকশি পিঠা,খাজুর পিঠা,সেমাই পিঠাসহ নানান পদের পিঠা। স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও এলাকার নানান শ্রেণির মানুষ এ পিঠা উৎসবে অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলাদুর রহমান বলেন,আমাদের দেশের একটা ঐতিহ্য হলো এসব পিঠা, আধুনিক যুগে এসে এসব পিঠা হারিয়ে যাচ্ছে। আগেকার মায়েরা নিজ হাতে এসব পিঠা তৈরি করে সন্তানদের খেতে দিতেন,কালের পরিক্রমায় এসব ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। আমরা চাই বর্তমান প্রজন্ম এসব পিঠা চিনুক, বানানো শিখুক, এবং আমাদের এই ঐতিহ্য ধরে রাখুক,এসব পরিকল্পনা থেকেই আমাদের এই উদ্যোগ।
পিঠা উৎসব দেখতে এসে খালেদ আহমদ নামের এক অভিভাবক জানান, এমন উৎসব দেখে খুব ভালো লাগলো, আমরাও চাই আমাদের ছেলে মেয়ে এসব ঐতিহ্য ধরে রাখুক, তিনি বলেন আমার মেয়ে তার বন্ধুদের নিয়ে একটা স্টল দিয়েছে, আমরা পরিবার থেকে তাকে উৎসাহ দিয়েছি,যাতে আমাদের দেশের ঐতিহ্য চিনতে পারে এবং হৃদয়ে লালন করতে শিখে।
প্রতিষ্ঠানটিতে এই প্রথমবারের মতো এমন পিঠা উৎসব হওয়ায় বেশ উৎফুল্ল শিক্ষার্থীরা। তারা প্রতি বছর এমন পিঠা উৎসবের আয়োজন চান বলে জানিয়েছেন।
পিঠা উৎসবে লিপি একাডেমির বর্তমান ও প্রাক্তন শিক্ষক,শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে এক মিলন মেলায় পরিনত হয়। সকাল থেকে শুরু হওয়া এই পিঠা উৎসব শেষ বিকেল ৩ টার দিকে।