বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার (৭ মার্চ) রাত ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের জালালাবাদ থানার বলাউড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (৮ মার্চ) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বলাউড়া কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) এবং তার চাচাতো ভাই একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে বলাউড়া বাজারে মামুন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে অটোরিকশার ৬ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সালেককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি মো. হারুনুর রশিদ জানান, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে অটোরিকশা চালকের অবস্থা গুরুতর। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও সহযোগী পালাতক রয়েছে।