বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে পৌর জামায়াতের উদ্যোগে কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী শাহিদুর রহমানের সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খান, সিলেট জেলা সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, জেলা ওলামা বিভাগের সহসভাপতি মাওলানা জমির উদ্দিন।
এদিকে বাদ আসর আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার। বক্তব্য রাখেন হাকিম নাজিম উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুর রহমান চৌধুরী,পৌর জামায়াতের নায়েবে আমীর রেহান উদ্দিন রায়হান,উপজেলা জামায়াত নেতা আব্দুস সালাম আজাদ, শিক্ষাবিদ মাহমুদ চৌধুরী,শাহেদ আহমদ চৌধুরী,জামায়াত নেতা মাওলানা আব্দুল কাদির, রাসেল আহমদ,সুহেল আহমদ।
মাহফিলে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান মোল্লা, জেলা স্কাউটস সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এ জলিল, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী,গোলাপগঞ্জ পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এনামুল হক, সাংবাদিক এমরান আহমদ, ডি এইচ মান্না, ফাহিম আহমদ প্রমুখ।
ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এনামুল হক।