Advertisement (Custom)

প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
সর্বশেষ সংষ্করণ 2025-03-18T20:10:47Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল সম্পন্ন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন শাখার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় এক মিলনায়তনে ফুলবাড়ি ইউনিয়ন জামায়াতের আমীর আসাদুজ্জামান পাপ্পুর সভাপতিত্বে ও সেক্রেটারি মো:ছলিক উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। 

এসময় আরও বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরী, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও উলামা বিভাগীয় সহ-সভাপতি মাওলানা জমির উদ্দিন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম আজাদ। 

এসময় উপস্থিত ছিলেন, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মালিক মলিক (মেম্বার), ফুলবাড়ি ইউনিয়ন জামাতের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনা, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতি দপ্তর সম্পাদক সামছুল ইসলাম আনা প্রমুখ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ