বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কাউন্সিল মধ্য দিয়ে কমিটি গঠন হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকাদক্ষিন সরকারি কলেজে ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ ও সাধারণ সম্পাদক এমরান আহমদ নির্বাচিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ হাজী দেলোয়ার হোসেন দিনার পরিচালানায় ও ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম ক্বাদরী।
কাউন্সিলের শুরুতে অন্য প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সুহেদ আহমদ ও সাধারণ সম্পাদক এমরান আহমদ কে বিজয়ী ঘোষণা করে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক টিমের সদস্য ও সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমদ, কামরুজ্জামান জুনাক, সহ-সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, জুয়েল আহমদ, সিলেট ল কলেজ ছাত্রদল যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, ঢাকাদক্ষিন সরকারি কলেজে ছাত্রদলের আহবায়ক তোফায়েল আহমেদ সুমেল সহ প্রমুখ।