Advertisement (Custom)

প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
সর্বশেষ সংষ্করণ 2025-02-24T17:12:04Z
সিলেট

অন্তর্বর্তীকালীন সরকারও সিলেটের সঙ্গে বৈষম্য করছে : সাবেক সিসিক মেয়র আরিফুল

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকারও সব ক্ষেত্রে সিলেটের সঙ্গে বৈষম্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, অনেক উন্নয়ন প্রকল্প থেকে সিলেটের নাম বাদ দেওয়া হয়েছে। যোগ্য নেতৃত্বের অভাবে এই বৈষম্যের শিকার হতে হচ্ছে সিলেটকে।

আজ সোমবার বেলা ৩টায় নগরের কুমারপাড়া এলাকার নিজের ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ মন্তব্য করেন আরিফুল হক। বিভিন্ন চিত্র তুলে ধরে তিনি বলেন, সিলেটে ভূগর্ভস্থ বিদ্যুৎ সংযোগ লাইনের প্রকল্প বেশ প্রসংশিত হচ্ছিল। কিন্তু পরে তা সিলেট থেকে সরিয়ে ফেলা হয়েছে। সিলেট-কোম্পানীগঞ্জ বাইপাস সড়কের বিমানবন্দর থেকে বাদাঘাট পর্যন্ত এখনো কাজ হয়নি। ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের ভূমি অধিগ্রহণ এখনো শেষ হয়নি।

সিলেটের সাবেক মেয়র আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য জায়গায় যেখানে কোটি কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেখানে সিলেটের কোনো প্রকল্প নেই। এ ছাড়া প্রবাসী–অধ্যুষিত সিলেটের বিমানভাড়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে বৈষম্য। এমনটি চলতে থাকলে সিলেটের মানুষ জানে কীভাবে তাঁদের অধিকার আদায় করে নিতে হয়।

বিমানে প্রতিদিন ভাড়া ওঠা–নামার প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট প্রবাসী–অধ্যুষিত এলাকা। একই দেশে দুই নীতি থাকতে পারে না। বাংলাদেশ বিমান ও অন্যান্য বেসরকারি বিমানের ভাড়া সিলেটে অত্যাধিক। ঢাকা-চট্টগ্রাম বা ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুরসহ অন্য রুটে বিমানভাড়া খুব একটা হেরফের হয় না। অথচ সিলেটের ক্ষেত্রে শেয়ারবাজার ওঠা–নামার মতো প্রতিদিনই বিমানভাড়া বাড়ে-কমে। সিলেটিরা মনে হয় তাঁদের কাছে জিম্মি। আমরা শুধু ব্যবহৃত হচ্ছি।’

সিলেটের সাবেক মেয়র জানান, গত পরশু দিন ইউএস–বাংলা সিলেট থেকে ঢাকা ১৯ হাজার টাকা, একই তারিখে নভোএয়ার সিলেট থেকে ঢাকা যাওয়ার ভাড়া ২১ হাজার ৬৫০ টাকা ছিল। ঢাকা থেকে ইউএস–বাংলায় সিলেটে আসতে ছিল ২১ হাজার ৮৬০ টাকা। প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের রেট বদল হচ্ছে।

বিশেষত বেসরকারি বিমানের অত্যধিক ভাড়ার বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আজকে বিমানের ম্যানেজিং ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। তাঁকে বলেছি, একই দিনে আপনি যদি সাড়ে ৩ হাজার, ৪ হাজার টাকায় একজন যাত্রী নিতে পারেন, আদার ফ্লাইটে কেন আপনি নিতে পারেন না? উনি বললেন, এটা দেখবেন। অন্য জায়গায় যে রেট আছে, আমরা এটা দিতে রাজি আছি। সিলেটের ক্ষেত্রে এ বৈষম্য কেন? সবচেয়ে বড় বৈষম্য করছে ইউএস–বাংলা, নভোএয়ার এগুলো। সিলেটিদের যেভাবে ইচ্ছা, সেভাবে ব্যবহার করা হচ্ছে। অনতিবিলম্বে যদি এটা পরিহার না করা হয়, আমরা দুর্বার আন্দোলন করব।’

সিলেটের সাবেক মেয়র বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যদি এটার (বিমানভাড়া কমানো) পদক্ষেপ না নেন, তাহলে আমরা মনে করব আমাদের সিলেটবাসীর সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে।’ বিমানভাড়া না কমালে রমজান মাস শেষে সিলেটবাসীকে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

সৌজন্যে : প্রথম আলো 

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ