বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটেও জোরেশোরে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। অভিযানেএকে একে ধরা পড়ছে ‘ডেভিলরা’। গত ২৪ ঘন্টায় এ বিভাগের চার জেলায় গ্রেফতার করা হয়েছে ২২জনকে। এদের সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এমন তথ্য নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, রোববার (৯ ফেব্রুয়ারি) ও সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অভিযানে সিলেট মহানগর এলাকায় ছয়জন, সুনামগঞ্জ জেলায় ছয়জন, মৌলভীবাজার জেলায় সাতজন ও হবিগঞ্জ জেলায় তিনজনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল জানান, ‘সোমবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মহানগর এলাকায় অপারেশন ডেভিল হান্টে শুধু পুলিশের অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত নগরীর এলাকায় যৌথবাহিনীর হাতে আটক কারো তথ্য আমাদের হাতে আসেনি। আসলে জানানো হবে।’
গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য উপজেলা আওয়ামী লীগ নেতা ও লালারচক গ্রামের আব্দুল খালিকের ছেলে আব্দুল জলিল তালুকদার, একই উপজেলার মোগলাবাজার ইউনিয়নের মৌজপুরের নারায়ণ চন্দের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক নয়ন চন্দ ওরফে নয়ন আদিত্য (২৪)। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি অয়ন দাস; তিনি কেন্দ্রীয় কমিটিরও সহ-সভাপতি ছিলেন। অয়ন নগরীর বাগবাড়ি প্রমুক্ত একতা এলাকার বিমল কান্তি দাসের ছেলে। এছাড়া সদর উপজেলার বহর আবাসিক এলাকার মৃত মাওলানা জামিল আহমদের ছেলে এবং সিসিকের ৩৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহেদ আহমদ ও সদর উপজেলার উমাইরগাঁও গ্রামের রুস্তম আলীর ছেলে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিব (২৫)।
‘অপারেশন ডেভিল হান্ট’-এ ৬জন গ্রেফতার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জেলার শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সাত্তার মিয়া, একই উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগের সাবেক উপজেলা সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টু, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শফিকুল ইসলাম, তাহিরপুরের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. জলিল মিয়া, দিরাই সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা কাউছার আহমদ ও ছাতক উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ।
সিলেট জেলার সহকারি পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, ‘সিলেট জেলায় রোববার রাত ১২টা থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিদের সংখ্যা জানানো হবে।’
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, ‘যৌথবাহিনীর সমন্বয়ে সিলেটে অপারেশন ডেভিল হান্ট চলছে। এ লক্ষ্যে সোমবার জেলা প্রশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত একটি সভায় অপরাধীদের গ্রেফতারে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।’