Advertisement (Custom)

প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
সর্বশেষ সংষ্করণ 2025-02-08T16:24:44Z
সাহিত্য

আবু সাঈদ

বিজ্ঞাপন

আবু সাঈদ
গহর পারভীন খাঁন

আবু সাঈদ, 
তুমি আজ বেঁচে নেই
এই ছাত্র সংস্কার মুক্ত করে দিয়েছো,
জেলের থালা খুলে দিয়েছো
তোমার জন্য সবাই হাহাকার
তুমি ক্ষত-বিক্ষত হয়ে চলে গিয়েছো।

শূণ্যতায় আজ সবার হৃদয় হাহাকার করেছে,
তুমিতে, আজ অমর কীর্তি 
সন্তান হয়ে সবাইকে মুক্ত করে দিয়েছো,
সবই তোমার চিরকাল অক্ষয় অমর হয়ে থাকবে,
তুমি ধন্য ওগো সাঈদ তুমি ধন্য।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ