বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মছকাপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।
জানা যায়, মছকাপুর গ্রামে ট্রাক্টর দিয়ে কৃষি জমির টপ সয়েল উত্তোলন করা হচ্ছিল। এসময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১টি মামলায় একজনকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযানে সহযোগিতা করে।