বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নে জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৫জন শিক্ষার্থীকে জলিল এন্ড আফিয়া স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাছাড়া শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও পড়াশোনা বৃদ্ধিতে ভূমিকা রাখায় বৃত্তি প্রদানের উদ্যোগকে স্বাগত জানান অভিভাবকরা...
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় এসএমসির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও অত্র বিদ্যালয়ের সাবেক (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক খালেদ সাইফুদ্দিন জাফরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও জালালীয়া সিনিয়র ফাযিল ডিগ্রী মাদরাসার সহকারী অধ্যাপক কবি শামসুল হক বিন আপ্তাব, বিদ্যালয়ের এসএমসির সাবেক সভাপতি ফজলুর রহমান, প্রবীণ মুরব্বি হাজী আপ্তাব আলী ও আব্দুল করিম রাইব উদ্দিন, জালালিয়া মহিলা আলিম মাদরাসার সাবেক সভাপতি নুর উদ্দিন, ডা. মজির উদ্দিন ও হাফিজ মাহতাব উদ্দিন, বেজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল বাছিত আরিফী এবং দ্যা লোকাল টাইমস'র সম্পাদক শহিদুল ইসলাম সাজু ও এসএমসির সদস্য রেজাউল হক।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ব্যবস্থার ভিত খ্যাত প্রাথমিক শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা স্বরূপ বৃত্তি প্রদান করায় জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশনের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা বলেন, স্থানীয় এলাকার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে এবং অভিভাবক ও শিক্ষার্থীদের উৎসাহ ও প্রেরণা যোগাতে জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগ প্রশংসার দাবিদার। এসময় বক্তারা আগামীতেও ফাউন্ডেশনটি এ ধরনের শিক্ষা সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদৌসুর রহমান।
অনুষ্ঠানের শেষাংশে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাইমিন হাসানকে কৃতি শিক্ষার্থী সম্মাননা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলী রানী পুরকায়স্থ, রিতা খানম, উম্মে হাবিবা রূপা, মো. জাকারিয়া আলম, শারমিন আক্তার লিজা ও জুলফা বেগম, তরুণ ব্যবসায়ী শাহজাহান আহমদ, অভিভাবক সদস্য সুহেদ আহমদ, জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের সদস্য তারেক আহমদ, মুহিবুর রহমান, ছালেহ আহমদসহ শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
উল্লেখ্য, মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী দুই সহোদর সফটওয়্যার প্রকৌশলী মো. সাহিদুর রহমান সুমন এবং আতিকুর রহমান মোহন তাদের প্রয়াত পিতা-মাতার নামে ২০১৭ সালে জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর এ ফাউন্ডেশন স্থানীয় এলাকার শিক্ষা বিস্তার ও মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে অগ্রগতি বৃদ্ধি করার লক্ষ্যে মেধাবৃত্তি বিতরণ, প্রণোদনা প্রদান, ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।