বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা মামলায় যুক্তরাজ্য প্রবাসী দম্পতিসহ চার আসামিকে ৮৭ কোটি ৮০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন সিলেট বিভাগীয় বিশেষ জজ আদালত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সিলেট বিভাগীয় বিশেষ আদালতের বিচারক মো.শাহাদাৎ হোসেন প্রামানিক মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারায় এই রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক আদালতের কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন সিলেট শাহজালাল উপশহরের স্পিং গার্ডেন ব্লক জি-এর বাসিন্দা ও ব্রিটেনের ১০ অকল্যান্ড রোড, ইস্ট সাউথ সি, হ্যাম্পশায়ারের বাসিন্দা মিসবাহ উদ্দিন ওরফে রবিন চৌধুরী এবং তার স্ত্রী শাহিদা বেগম শান্তি। এছাড়াও বিয়ানীবাজার ছোটদেশের আসদ আলীর ছেলে আব্দুল খালেক ওরফে মাখন উদ্দিন, সিলেটের গোলাপগঞ্জের উত্তর রায়গড় গ্রামের রিপন সিরাজ।
কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, মামালার রায়ে আসামিদের ৮৭ কোটি টাকার ওপরে অর্থদণ্ড করা হয়েছে; যা এখন পর্যন্ত সিলেটে সবচেয়ে বড় অর্থদণ্ড।
সূত্র : সময় টিভি