Advertisement (Custom)

প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
সর্বশেষ সংষ্করণ 2025-02-26T13:18:49Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম, সম্পাদক রায়হান

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : দলে গণতন্ত্র চর্চা বাড়াতে ক্যাম্পাসগুলোতে নেতাকর্মীদের সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার নির্দেশনা দিয়েছিলো কেন্দ্রীয় ছাত্রদল। এরই ধারবাহিকতায় বুধবার বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সরাসরি ভোট দিয়ে সভাপতি পদে রাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে রায়হান আহমদকে নির্বাচিত করেন।

বুধবার সকাল থেকে কলেজ প্রাঙ্গণে গোপন বুথে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে রাহিম হোসেন ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে রায়হান আহমদ ১১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ভোটগ্রহণ শেষে নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মওদুদ আহমদ ও ইব্রাহিম কার্দি ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ জুবের এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ নির্বাচনের সমন্বয়ে থাকা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ