বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গোলাপগঞ্জের জামিল আহমদ (২৫) কে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানাস্থ সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন ফুলকলি দোকানের সামনে রাস্তার উপর হতে জামিল আহমদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জামিল আহমদ গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ গ্রামের ফুরুক মিয়ার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।