বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের বিশ্বনাথে স্ত্রীর জানাজার নামাজের আগেই মারা গেলেন স্বামী। রোববার (২ ফেব্রুয়ারি) পৌর শহরের ইলামেরগাঁও (আটঘর) গ্রামে এ ঘটনাটি ঘটে।
মারা যাওয়া শতবর্ষী জমসিদ আলী ও হাওয়ারুন নেছার (৮০) এমন মৃত্যুতে এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া। মৃত্যুকালে জমসিদ-হাওয়ারুন দম্পতি ছয় ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মৃত্যুবরণ করেন হাওয়ারুন নেছা। এরপর রোববার বেলা ১১টায় স্ত্রীর জানাজার নামাজের ঘণ্টাখানেক আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জমসিদ আলী। পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান।
চিকিৎসা শেষে হাওয়ারুন নেছার জানাজার নামাজের আগেই তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। এ সময় জমসিদ আলী নিজ মুখেই সন্তানদের বলেন, তোমাদের মায়ের সঙ্গে আমাকেও দাফন করিও। এরপর স্ত্রীর জানাজার আগেই মৃত্যুবরণ করেন জমসিদ আলী।
এ বিষয়ে জমসিদ আলীর ছেলে আব্দুল আজিজ বলেন, ‘আমাদের আম্মার মৃত্যুর পর রোববার বেলা সাড়ে ১১টায় জানাজার নামাজের সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এর ঘণ্টাখানেক আগে হঠাৎ আব্বা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পর আম্মার জানাজার ১০ থেকে ১৫ মিনিট আগে আব্বাও মারা যান। একসঙ্গে আব্বা-আম্মার এমন মৃত্যু আমাদের কাছে অনেক কষ্টের।