বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমি ও বাঘা ইউনিয়নের হাজি আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে কোন ধরণের রাজনৈতিক তৎপরতা বা কার্যক্রম না চালাতে নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠান প্রধান।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এমসি একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এতদ্বারা সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমী, গোলাপগঞ্জ, সিলেট-এর সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমী প্রতিষ্ঠালগ্ন থেকেই একটি অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের লেখা-পড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার নিমিত্তে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীকে কোন ধরণের রাজনৈতিক তৎপরতা বা কার্যক্রম না চালানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।'
এ বিষয়ে অধ্যক্ষ সুজিত কুমার তালুকদার বলেন, 'এমসি একাডেমিকে রাজনৈতিক মুক্ত রাখতেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ এ ছাড়া প্রত্যেক শ্রেণী কক্ষে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে৷'
অন্যদিকে একি বিষয় নিয়ে হাজি আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সেখানেও উল্লেখ করা হয় - লেখা পড়ার সুষ্ঠু পরিবেশ রাখার জন্য গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক অত্র প্রতিষ্ঠানে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ রুপে নিষিদ্ধ করা হয়েছে।