বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের পাহাড়ি অরণ্যে (Shaatee) শাটী এর দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব উদযাপন করা হয়েছে। গত শনিবার ও রোববার (১ ও ২ ফেব্রুয়ার) দুই দিনব্যাপী এই উৎসবে সংগঠনের কর্মী, তাদের সন্তান, শাটী (Shaatee) পরিবারের অতিথি এবং গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গসহ ৪০০ এর বেশি অতিথি অংশগ্রহণ করেন।
এই উৎসবের মূল পরিকল্পনাকারী হলেন
নারী উদ্যোক্তা নাদিরা আবুল কোরেশী।
দুই দিনব্যাপী উৎসবের মধ্যে ছিলো বিস্কুট দৌড়, মিউজিক্যাল চেয়ার, হাড়ি ভাঙা, মুরগা চট, বোতল খেলা , দড়ি লাফ, বস্তা দৌড়, দড়ি টান, রেড লাইট-গ্রিন লাইট। এছাড়াও ছিলো আবৃত্তি পর্ব।
এসব খেলার ব্যাতিক্রমী পুরস্কার হিসেবে ছিল রুই মাছ, মুরগি, চাল, ডাল, চিনি, চা পাতা, শুঁটকি, পান, শুকনা গুয়া, জর্দা, বড় মাছ, ছোট মাছ, ময়দা ইত্যাদি।
উৎসবে কর্মীদের জন্য বিশেষ অনুদান, শিক্ষার্থীদের সহায়তা ও অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য প্রদান করা হয়। এছাড়াও ফুচকা-চটপটি উন্মুক্ত বুথ ও জমকালো ভোজপর্ব।
উৎসবে তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তাকে ঐতিহ্যবাহী ধামাইল নাচ ও গান দিয়ে বরণ করা হয়। তিনি খাবার পরিবেশন করেন ও বিভিন্ন খেলায় অংশ নেন।
উৎসবে রঙ খেলার মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।
জানা যায়, ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় আবুল হোসেন কোরেশী প্রকল্প। এই প্রকল্পে বর্তমানে ১৫০ এর বেশি কর্মী নিয়ে নারীদের স্বাবলম্বী করছে। এখানে হ্যান্ড স্টিচ, ব্লক প্রিন্ট, বাটিক, টেইলারিং সহ বিভিন্ন হস্তশিল্প তৈরি হয়। এই প্রকল্পের তৈরি সব পণ্য শাটী (Shaatee) এর মাধ্যমে বিশ্বের ২৫টিরও বেশি দেশে বিক্রি হচ্ছে।
শুধু উৎপাদনই নয়, তারা নারীদের এসব কাজে প্রশিক্ষণ দিচ্ছেন এবং কম্পিউটার ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়াচ্ছেন। এতে নারীরা কর্মসংস্থানের পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষাও গ্রহণ করতে পারছে, যা তাদের আত্মনির্ভরশীলতার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
আরো জানা যায়, এই প্রকল্পের সমস্ত আয় পুনরায় নারীদের উন্নয়নে বিনিয়োগ করা হয়, যা তাদের অর্থনৈতিক স্বাধীনতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে।
শাটী (Shaatee) শুধুমাত্র নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে না বরং শিক্ষাবৃত্তি, কম্পিউটার প্রশিক্ষণ, আইটি শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে তাদের আত্মনির্ভরশীল করছে।
শাটী (Shaatee) এবং আবুল হোসেন কোরেশী প্রকল্প পরিচালনা করছেন নারী উদ্যোক্তা নাদিরা আবুল কোরেশী।
যিনি শৈশব থেকেই সৃজনশীলতায় পারদর্শী। মাত্র ১৫ বছর বয়সে প্রথম আলো নকশা প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে Xerox, Verizon, HP-তে কাজ করেন এবং বর্তমানে JLL-এ প্রোজেক্ট ম্যানেজমেন্ট অফিস লিড হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এই উদ্যোগের মাধ্যমে তিনি নারীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষা সহায়তা প্রদান করছেন। তার লক্ষ্য শুধুমাত্র আয় সৃষ্টি নয় বরং নারীদের আত্মনির্ভরশীল করে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির সুযোগ করে দেওয়া।