বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের ফেঞ্চুগঞ্জে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গিয়েছে বিয়ের গাড়ি। চট্রগ্রামগামী পাহাড়িকার ধাক্কায় প্রাইভেট কারটি ধানক্ষেতে গিয়ে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন চালক। আজ (মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
সিলেট রেলস্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম জানান, ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন সংলগ্ন শাহ মালুম মাজাররে নিকট রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে ধানক্ষেতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, বিয়ের বরযাত্রী নিয়ে আসার জন্য যাচ্ছিল গাড়িটি। হঠাৎ রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী ট্রেনটি এসে গাড়িটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়।
পরে আহত চালককে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।