Advertisement (Custom)

প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
সর্বশেষ সংষ্করণ 2025-02-12T09:55:40Z
গোলাপগঞ্জলিড নিউজ

সিলেট-৬ আসনের কাঙ্খিত উন্নয়নে কাজ করবো : গণঅধিকার পরিষদের এড. জাহিদুর রহমান

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি  : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত জানিয়েছেন গণঅধিকার পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও প্রবাসী অধিকার পরিষদ ইউকের সহ সভাপতি এডভোকেট জাহিদুর। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গোলাপগঞ্জ পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন চলাকালে তিনি এ সিদ্ধান্ত জানান।

এডভোকেট জাহিদুর রহমান বলেন, ইতোমধ্যে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের কাছে গিয়ে আমি তাদের কথা শুনছি। আমার মনে হয়েছে, অবকাঠামোগত এবং অন্যান্য উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি মানুষ নিজেদের মৌলিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত। যেহেতু আমার দলের স্লোগান হচ্ছে 'জনতার অধিকার, আমাদের অঙ্গিকার' সেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের দুই আসনের মানুষের মৌলিক ও নাগরিক অধিকার প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি জনগনের নিকট একজন জনপ্রতিনিধি হিসাবে জবাবদিহিতা নিশ্চিত, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মকান্ড সাধন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যানবাহন ও মানুষের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করবো।

বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর কাঙ্খিত উন্নয়নের চাহিদা পূরণের আশ্বাস দিয়ে জাহিদুর রহমান বলেন, নির্বাচিত সংসদ সদস্য হতে পারলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা এবং কর্মক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও নাগরিকদের পরামর্শকে প্রাধান্য দেয়ার রীতি প্রতিষ্ঠিত করে দৃষ্টান্ত স্থাপন করা হবে ইনশাআল্লাহ। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ- এই দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়ন করবো। আর্থসামাজিক উন্নয়নসহ শ্রম, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তাছাড়া একটি মেডিকেল কলেজ স্থাপন, তথ্য প্রযুক্তি ও কারিগরী শিক্ষায় আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি কৃষি ও শিল্প ক্ষেত্রে স্থায়ী ও বাস্তবায়ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

সংবাদ সম্মেলনে এডভোকেট জাহিদুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার সম্মিলিত গণআন্দোলনের ফলে এ দেশের মানুষ দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় পর স্বৈরাচারমুক্ত হয়েছে। তাই এখনই উপযুক্ত সময় বৈষম্যহীন সমাজ গঠন, মানুষের মৌলিক ও নাগরিক অধিকার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই প্রচেষ্টায় আমি সর্বস্তরের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সিলেট জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব সৈয়দ আলবাব হোসেন, বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবী বিবেকানন্দ দাস, গণঅধিকার পরিষদ গোলাপগঞ্জ উপজেলার সদস্য সচিব ডা. আব্দুর রহিম, গণঅধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক পংকজ কুমার চৌধুরী ও আবুল কাশেম, গণঅধিকার পরিষদ গোলাপগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব আব্দুর রহিম, যুবঅধিকার পরিষদ সিলেট জেলা যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সামাদ আহমদ, যুবনেতা আবু সুফিয়ানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত গোলাপগঞ্জের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ