Advertisement (Custom)

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
সর্বশেষ সংষ্করণ 2025-02-13T12:17:50Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে মার্কেটের সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়?’

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জের একটি ডিজিটাল সাইনবোর্ডে এবার হঠাৎ ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’। ভেসে ওঠা এই লেখার একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে সিলেটের গোলাপগঞ্জসহ সারাদেশে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় থাকা নিরাময় ডেন্টাল কেয়ারের ডিজিটাল সাইনবোর্ডের লেখাগুলো ভেসে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই এটি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেউ কেউ আবার এটিকে প্রতিষ্ঠানের বাণিজ্যিক প্রচারণার কৌশল বলেও অভিহিত করছেন।

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, মার্কেটের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে মার্কেটটি বন্ধ পেয়েছি।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ