বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটে পাখি মেরে মাংস বিক্রির অপরাধে দুই রেস্তোরাঁ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।
তিনি বলেন, “সেনাবাহিনী, পুলিশ ও বনবিভাগের সহায়তায় অভিযান চালানো হয়েছে। অভিযানে পাখি হত্যা করে মাংস বিক্রির অপরাধে দুটি রেস্তোরাঁ মালিককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করেছে।”
তিনি আরও বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার স্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”