বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-৯)।
শুক্রবার(৩জানুয়ারি) জুম্মা নামাজের পর উপজেলার তাজপুর ইউনিয়নে তার নিজ এলাকা উদরকোনা পালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আনার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা রয়েছে। তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।