Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
সর্বশেষ সংষ্করণ 2025-01-05T17:26:31Z
কোম্পানীগঞ্জসিলেট

সিলেটে মাস্ক পড়ে কেক কেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার ঢালারপাড় উচ্চ বিদ্যালয় মাঠে মাস্ক পড়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এই আয়োজনের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সভাপতি ওমর আলী।

শনিবার (৪ জানুয়ারি) রাতে কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সভাপতি ওমর আলী ও সহসভাপতি ইকবাল হোসেন তার ফেসবুকে কেক কেটে জন্মদিন পালনের একটি ভিডিও আপলোড দেন। ভিডিও ক্যাপশনে তারা লিখেন ‘আমরাতো আছি ভয় কি বন্ধু? জেগে উঠো পদাতিক। ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ। শত বাধা উপেক্ষা করেও কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ এই ভিডিও আপলোডের ঘন্টাখানেক পর একই ভিডিও বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুকে আপলোড করা হয়।

ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ‘কোম্পানীগঞ্জ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’ ‘শুভ শুভ শুভদিন ছাত্রলীগের জন্মদিন’ ‘শেখ হাসিনা বীর বেশে আসবে ফিরে বাংলাদেশে’ ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ ‘আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা’ ‘ আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’ শ্লোগান গিয়া প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। ভিডিওতে কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সভাপতি ওমর আলী ছাড়াও সহ সভাপতি ইকবাল হোসেন ও আনোয়ার হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে দেখা যায়। তবে কেক কাটতে উপস্থিত বেশিরভাগ নেতাকর্মীরই মুখে মাস্ক পড়া ছিল।

আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল শনিবার। প্রতি বছর বিপুল আয়োজনে সিলেটের পাড়া মহল্লা, জেলা, উপজেলা, ইউনিয়নে দিবসটি উদযাপিত হলেও এবার চিত্র একেবারেই আলাদা। এবার সিলেট নগরীতেও কোথাও উদযাপন হয়নি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী।

৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর কোণঠাসা হয়ে পড়ে ছাত্রলীগ। তার ওপর অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণার পর একেবারেই মাঠ ছাড়া হয়ে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে মাঝে মাঝে মামলার হাজিরা, জামিন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের পর মিডিয়ায় আলোচনা হয় ছাত্রলীগ নিয়ে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, এ আয়োজনে অংশগ্রহণকারীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ