বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : গোলাপগঞ্জে ২১৮২ পিস ইয়াবসহ আব্দুল মুতলিব (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ান-৯ (র্যাব-৯।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হেতিমগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা।
গ্রেপ্তারকৃত আব্দুল মুতলিব জকিগঞ্জ উপজেলার উত্তরকুল গ্রামের মৃত মেকাই মিয়ার ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ( সহকারী পুলিশ সুপার) মোঃ মশিহুর রহমান সোহেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও জব্দকৃত আলামতসহ তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।