Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
সর্বশেষ সংষ্করণ 2025-01-10T17:39:41Z
জকিগঞ্জলিড নিউজসিলেট

সিলেটে ক্রসফায়ারের ৪ বছর পর ওসি’র বিরুদ্ধে মামলা দায়ের

বিজ্ঞাপন
ওসি মীর মো. আবদুন নাসের। ছবি : সংগৃহীত

ডেস্ক রিপোর্ট : সিলেটের জকিগঞ্জে মাদক ব্যবসায়ী পরিচয়ে এক যুবককে ক্রসফায়ারের ঘটনার চার বছর পর আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

গত মঙ্গলবার সিলেটের আদালতে মামলাটি দায়ের করেন নিহত আবদুল মান্নান ওরফে মুন্না আহমদের মা রুবি বেগম। মামলায় আসামি করা হয়েছে জকিগঞ্জ থানার তৎকালীন ওসি মীর মো. আবদুন নাসেরসহ তিনজনকে। ২০২০ সালের ২রা আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুন্না। তখন পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়; ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন মাদক মামলার আসামি মুন্না। 

পরিবার জানান, ওই বছরের ২রা আগস্ট রাতে মুন্না আহমদকে আটক করে পুলিশ। ওই রাতেই তাকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায় জকিগঞ্জ থানা পুলিশ। রাত সাড়ে ৩টার দিকে সুলতানপুরের অজগ্রামে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুন্না। 

পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, অভিযানকালে মুন্নার সহযোগী মাদক কারবারিদের সঙ্গে বন্দুকযুদ্ধে সে মারা গেছে। 

নিহত মুন্না জকিগঞ্জের খাদিমান এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও বিস্ফোরক আইনে ১২টি মামলা ছিল বলে তখন পুলিশ জানিয়েছিল। 

সিলেটের কোর্ট ইন্সপেক্টর মো. জমসেদ আলম জানান, জকিগঞ্জ থানার সাবেক ওসি মীর মো. আবদুন নাসেরসহ তিনজনের বিরুদ্ধে হত্যা ধারায় নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

   
সূত্র : মানবজমিন 

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ