বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি পৌর শহরের খাসিখাল নামক স্থান থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নুর ম্যানশনের সামনে এক সভায় মিলিত হয়।
এসময় ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন নবিলের পরিচালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান।
র্যালীটিতে যারা অংশগ্রহণ করেন লক্ষীপাশা ইউপি ছাত্রদল সাধারণ সম্পাদক রাহাত আহমদ বুলন, পৌরসভার ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহমুদ আলী, পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সালমান আহমদ, যুগ্ম সম্পাদক সুহিন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নাহিন আহমদ এমেলি, আমুড়া ইউপির ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত আহমদ, সহ সভাপতি মুহিনুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মুশফিক আহমদ মুন্না, পৌরসভার ৮ নং ওয়ার্ড ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তায়েফ আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদল নেতা তানভীর জাহান স্বপন, উপজেলা ছাত্রদল নেতা মারজান আহমদ, বাদেপাশা ইউপি ছাত্রদলের সহ সভাপতি আলিম উদ্দিন লিটন, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আহমদ মুন্না, ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা আদিল প্রমুখ।