Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-12-21T10:29:05Z
সিলেট

সিলেট গ্যাস ফিল্ডস কার্যালয়ে বেতন-ভাতার নথিতে ‘গরমিল’

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সরকারের নিয়ন্ত্রণাধীন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডে অতিরিক্ত ২৭ কর্মচারীকে বেতন দেওয়ার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নথিপত্র ছাড়াই বেতনের অধিক ওভারটাইম ভাতা দেওয়ার তথ্য পাওয়ার কথাও বলা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জেলার হরিপুর এলাকায় সিলেট গ্যাস ফিল্ডসের প্রধান কার্যালয়ে অভিযানে গেলে বিষয়টি তাদের নজরে আসে বলে শুক্রবার জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও জুয়েল মজুমদারের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

অভিযান শেষে সিলেট গ্যাস ফিল্ডসের প্রশাসনিক কার্যালয়ের নথিপত্র নিয়ে যান দুদক কর্মকর্তারা।

দুদক কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছে, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডে ১৯৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকার তথ্য পাওয়া গেছে। তবে বেতনের তালিকায় অতিরিক্ত ২৭ জনসহ ২২২ জনের নাম পাওয়া যায়।

এছাড়া গ্যাস ফিল্ডসের কর্মচারীদের গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৫ মাসে ২ কোটি ৩৫ লাখ টাকা বেতন দেওয়ার তথ্য পাওয়া গেছে। বিপরীতে ওভারটাইম দেওয়া হয়েছে ২ কোটি ৮৬ লাখ টাকা।

দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, “গ্যাস ফিল্ডস কার্যালয়ে কর্মরতদের বেতন ও ওভারটাইমের হিসাবে গরমিল পাওয়া গেছে। নথিগুলো সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে। সেগুলো কমিশনে পাঠানো হবে।”

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, বিষয়টি তারাও খতিয়ে দেখবেন।



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ