বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় কর্তৃক সিআইপি অ্যাওয়ার্ডে ভূষিত বিয়ানীবাজারের কৃতি সন্তান মোহাম্মদ মুজিবুল ইসলাম সিআইপি'র সম্মানে আনন্দ আড্ডা মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনলাইন ভিত্তিক মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্যা লোকাল টাইমস এবং ব্যতিক্রমী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নবউদ্দাম এর যৌথ উদ্যোগে আয়োজিত এ আনন্দ আড্ডায় শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ এই রেমিট্যান্স যোদ্ধার কাছ থেকে প্রবাসে শত কষ্টে উপার্জিত আয়েও কিভাবে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখে যাচ্ছেন সেই গল্প শুনেন। এসময় সংবর্ধিত অতিথির বক্তব্যে সিআইপি মোহাম্মদ মুজিবুল ইসলাম আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্যতিক্রমী প্রচারমাধ্যম নবউদ্দাম এর সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন এর সভাপতিত্বে ও দ্যা লোকাল টাইমস এর সম্পাদক শহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় আনন্দ আড্ডায় বক্তব্য রাখেন জালালিয়া মহিলা দাখিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. কামাল হোসেন মাথহুরী, আব্দুল মুনিম মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, নালবহর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ আলম, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সাকেল আহমদ ও সাংবাদিক এম এ ওমর। এসময় বক্তারা সিআইপি মোহাম্মদ মুজিবুল ইসলামের সম্মানে আয়োজিত আনন্দ আড্ডার নেপথ্য প্রতিষ্ঠানসমূহকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, সিআইপি মোহাম্মদ মুজিবুল ইসলাম সমগ্র দেশের কাছে বিয়ানীবাজার তথা সিলেটবাসীর মুখ উজ্জ্বল করেছেন। এ জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। তার এ অর্জন মানবতার কল্যাণে কাজ করে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
দ্যা লোকাল টাইমস এর স্টাফ রিপোর্টার ও মাটিজুরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাকির আহমদের শুভেচ্ছা বক্তব্যে শুরু হওয়া আনন্দ আড্ডায় দ্যা লোকাল টাইমস ও নবউদ্দাম পরিবারের সদস্যরা সিআইপি পদকে ভূষিত হওয়ায় মোহাম্মদ মুজিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি সামিয়ান হাসান, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলা সভাপতি আবুল হাসান মামুন, নিরাপদ সড়ক চাই নিসচা বিয়ানীবাজার উপজেলা সভাপতি শফিউর রহমান, ভয়েস অব বিয়ানীবাজারের পরিচালক জয়নুল ইসলাম, ভয়েস অব বিডির স্টাফ রিপোর্টার অরুন কুমার দাস, বিয়ানীবাজার টাইমসের স্টাফ রিপোর্টার তাহের আহমদ, দ্যা লোকাল টাইমসের স্টাফ রিপোর্টার শাহ আলম ও স্টাফ ফটোগ্রাফার ছালেখ হোসেন, ব্যবসায়ী জবরুল আলম ও সাব্বির আহমদ, যুবনেতা কাওছার আহমদ, সুমন আহমদ, সমাজকর্মী রবিউল ইসলাম মারুফ, সাইদুল ইসলাম, সামাদ আহমদ, সাংস্কৃতিক কর্মী সুহেল উদ্দিন ও আহমেদ সানিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের সম্মানে আগত সকলকে নয়ে নৈশভোজের মধ্য দিয়ে আনন্দ আড্ডার সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, মাথিউরা পূর্বপারের বাসিন্দা মরহুম হাজী আব্দুল মালিকের পুত্র মোহাম্মদ মুজিবুল ইসলাম বিগত ২০ বৎসর ধরে সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে ব্যবসা-বানিজ্য পরিচালনা করে আসছেন। এক পুত্র সন্তানের জনক মোহাম্মদ মুজিবুল ইসলাম আফিয়া পারফিউমারি, নূর আল শামস পারফিউমারি, ক্রাউন উদ পারফিউমস এলএলসি, জামিল পারফিউমারিসহ মোট ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী, যেসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে শতাধিক বাংলাদেশি।