বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে পণ্য আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। ভারতের করিমগঞ্জ (কিছুদিন আগে নাম পরিবর্তন করে হয়েছে শ্রীভূমি) সনাতনী ঐক্য মঞ্চ নামের সংগঠনের বিক্ষোভের কারণে এই কার্যক্রম বন্ধ হয়েছে। জকিগঞ্জ শুল্ক স্টেশনসূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন সনাতনী ঐক্য মঞ্চ সংগঠনের সদস্যরা। পরে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারীরা।
জকিগঞ্জ শুল্ক স্টেশন সূত্র জানায়, সোমবার সকালে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের শ্রীভূমি থেকে ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়। পরে সেখানকার বিক্ষোভকারীরা আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন। বাংলাদেশি আমদানি-রপ্তানি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশন থেকে ফেরত গেছে। এতে বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। এ বিষয়ে জকিগঞ্জ শুল্ক স্টেশন থেকে ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা কল রিসিভ করেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা।
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন কমিশন গঠনের প্রক্রিয়া শুরুপিলখানা হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশনে সেখানকার বিক্ষোভকারীরা বিক্ষোভ করে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ফেরত পাঠিয়েছে। সোমবার সকাল ১০টার পর এই বিক্ষোভ শুরু হয়। এ নিয়ে জকিগঞ্জ শুল্ক স্টেশন থেকে আমরা ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা কল রিসিভ করেননি।’