বিজ্ঞাপন
অলিউর রহমান : নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের অধিকার, উন্নয়ন, এবং স্বার্থ সংরক্ষণে কাজ করা সংগঠন ‘ল ফোরাম’ এর ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ও মুট কোর্টের ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বিভাগের শিক্ষকদের তত্ত্বাবধানে সাক্ষাৎকার ও যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এ কমিটি গঠন করা হয় এবং ৩০ ডিসেম্বর তা প্রকাশ করা হয়।
নবগঠিত 'ল ফোরামের' কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাফি ইমাম খান থাসিন, সহ-সভাপতি মোঃ তামভীর হুসেন, সাধারণ সম্পাদক রাগিব আলী, এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তুফায়েল হাসনাত রুহিন, এম এ তাহির তন্ময়, কোষাধ্যক্ষ ফয়েজ ইবনা আজাদ, সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম বিল্লাহ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অলিউর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ ইস্তাফার আহমদ রাহাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদী মাহমুদ শাফি, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সিনিয়র নির্বাহী সদস্য সঞ্জিত দাস, সদস্য আশরাফ হোসেন খোকন।
মুট কোর্টের সভাপতি নির্বাচিত হয়েছেন , ফাহাদুজ্জামান ফাহাদ, সহ সভাপতি তালুকদার এম. আতাহার আলী, সাধারণ সম্পাদক সৈয়দা নাহিদা বেগম, সহ সম্পাদক এহছানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলী আওসাফ জায়গীরদার, কোষাধ্যক্ষ হিফজুর রহমান, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রুহামা হোসেন, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক তানজিনা খানম তারিন, নির্বাহী সদস্য রুমি বেগম, মো: বিল্লাল হোসাইন, সাবাহ সুন্নাহ রহমান।
আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান তাসনুভা জাহান, প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল আসাদ, মোঃ মাহামুদুন নোবি রুপক, এবং তাইমুল হকের সাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
পরে কমিটির পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসকে ফুলেল শুভেচছা জানানো হয়।
নতুন কমিটি সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিভাগের শিক্ষকরা।