বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ, গোলাপগঞ্জের ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিএফজি অ্যাম্বাসেডর আবুল হোসেনের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কো অর্ডিনেটর আকলিমা চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাম্বাসেডর ও গোলাপগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা হাসান এমাদ, আব্দুল কাদের সেলিম, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, মেহেরুন বেগম, সুফিয়া বেগম।
আরো বক্তব্য রাখেন সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদ, জাহিদ উদ্দিন, মাওলানা মো: শামসুল হুদা, পারভেজ উদ্দিন, সোহেল আহমদ চৌধুরী, সৈয়দ মাসুদ মাহমুদ মোল্লা, কামাল আহমদ, আব্দুল আজিজ, দেলোয়ার হোসেন মান্না, সামিল হোসেন, সায়েক আহমদ চৌধুরী, লিটু আহমদ, এহসান আহমদ, মাহফুজ খান।