বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য পদে নিজের প্রার্থীতার জানান দিলেন যুক্তরাজ্য প্রবাসী এডভোকেট জাহিদুর রহমান। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টায় হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ, চারখাই বাজার হয়ে বিয়ানীবাজার পৌরশহর প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত পথসভায় মোটর শোভাযাত্রা সমাপনী ঘটে। শোভাযাত্রা তিন শতাধিক মোটরসাইকেলসহ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
মোটর শোভাযাত্রায় অংশ নেন বিয়ানীবাজার উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহবায়ক পংকজ কুমার চৌধুরী, আলী এমরান সুমন, আবুল কাশেম ও সাইফুর রহমান, সদস্য সচিব সাহেদ আহমদ, সদস্য সেলিম আহমদ, নাজিম উদ্দিন ও ইসমাইল আলী, হাফিজ মাওলানা মাসুক উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের নেতা সাজু মিয়া, মিজানুর রহমান, কানাইঘাট উপজেলা গণঅধিকার পরিষদ নেতা তোফায়েল আহমদ, যুবনেতা সুফিয়ান আহমদ, কাওছার আহমদ, আবু বক্কর, মইন উদ্দিন, রইছ উদ্দিন, ছাত্রনেতা আবুল হাসান মামুনসহ গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানা গেছে, এডভোকেট জাহিদুর রহমানের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামে। তিনি একজন যুক্তরাজ্য প্রবাসী এবং পেশায় ইমিগ্রেশন আইনজীবী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গণঅধিকার পরিষদের মনোনয়ন পেয়েছেন। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যাত্রা শুরু করে নতুনভাবে নিবন্ধন পাওয়া এ দলটির অঙ্গ সংগঠন প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।
মোটর শোভাযাত্রা শেষে স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এডভোকেট জাহিদুর রহমান বলেন, আমি দীর্ঘদিন ধরে পারিবারিক এবং ব্যক্তি উদ্যোগে মানুষের সেবা ও কল্যাণমূলক কাজ করে আসছি। আমি সেই কাজটি এবার বৃহৎ পর্যায়ে থেকে করতে চাই। তিনি সর্বস্তরের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীকে উদ্দেশ্য করে বলেন, বিগত দিনে আপনারা অনেককেই তো নির্বাচিত করে দুই উপজেলার কাঙ্খিত উন্নয়ন পাননি। আমি চাই, আপনারা আমাকে সহযোগিতা করুন, আমাকে সমর্থন দিন। আমি আপনাদের কাঙ্খিত উন্নয়ন এবং আপনাদের খেদমতে নিজেকে সেবকের ভূমিকায় রেখে কাজ করবো৷
এডভোকেট জাহিদুর রহমান আরও বলেন, আমি নির্বাচনে অংশগ্রহণ করে যদি নির্বাচিত হই তাহলে মানুষের মৌলিক ও নাগরিক অধিকার আদায়সহ দেশ ও সমাজের কল্যাণে কাজ করবো। অন্যায়-অবিচার, হত্যা-নিপীড়ণ, মামলা, হয়রানি, চাঁদাবাজি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে নিজেকে জড়াবো না। বরং জনতার অধিকারকে অঙ্গিকার হিসাবে বিশ্বাস করে কাজ করবো। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা প্রত্যাশী। ইনশাআল্লাহ আমি আপনাদের প্রত্যাশার বাস্তবায়ন ঘটাবো।