বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয় সম্পাদক এবং যুক্তরাজ্য প্রবাসী সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদের নিজ জন্মভূমি বাংলাদেশে আগমন উপলক্ষে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের বাংলাদেশের সমন্বয়ক সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, মো. শাহ আলম, অলিউর রহমান ও সাকেল উদ্দিন ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদের এই আগমন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের স্থানীয় কার্যক্রমে নতুন উদ্যম যোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ফাউন্ডেশনের চলমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, প্রবাসীদের কল্যাণে নিবেদিত এই ফাউন্ডেশন দেশ ও বিদেশে নানা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদের নেতৃত্বে সংগঠনটি আন্তর্জাতিক পর্যায়ে আরও সুসংগঠিত এবং কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।