বিজ্ঞাপন
দেলোয়ার হোসেন মাহমুদ, গোলাপগঞ্জ : সাদপন্থীদের কর্তৃক টঙ্গীর ময়দানে তাবলীগ জামাতের নিরীহ, নিরস্ত্র মুসল্লীদের উপর ভয়াবহ হামলার প্রতিবাদে সিলেটের গোলাপগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর গোলাপগঞ্জ চৌমুহনী মসজিদের সামনে তৌহিদি জনতার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মসজিদ সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু গোলাপগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার মসজিদ সম্মুখে এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে গোলাপগঞ্জের প্রবীণ আলেমে দ্বীন শায়খুল হাদীস মাওলানা হিলাল আহমদের সভাপতিত্বে ও বাঘা মাদ্রাসার মুহাদ্দিছ হাফিজ মাওলানা আব্দুল গাফফার এর পরিচালনায় বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম দাড়িপাতন মাদ্রাসার মুহতামিম মাওলানা ইকবাল হোসাইন, জাঙ্গালহাটা মাদ্রাসার মুহতামিম মাও যুবাইর আহমদ, জামেয়া খাদিমুল ইসলাম গোলাপগঞ্জের মুহতামিম হাফিজ মাওলানা নুরুল হুদা, মাওলানা এমদাদ উদ্দিন সালিম আমুড়া, মাওলানা আতিকুর ইসলাম, নুরুল ইসলাম মনা প্রমুখ।