Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-12-15T19:19:16Z
সিলেট

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক  : শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগে গতকাল ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পারভেজ আহমদ। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি জনাব সাব্বির আহমদ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাদ বিস্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য মু. ফখর উদ্দিন ও আজমল হোসেন।

বক্তারা বলেন ১৪ ডিসেম্বর ১৯৭১ সালের এই হত্যকান্ডের মাধ্যমে সুপরিকল্পিতভাবে জাতিকে মেধাশূন্য করা হয়েছে। যার ফলশ্রুতিতে জাতি তার কাংখিত নেতৃত্ব থেকে বঞ্চিত হয়েছে এবং বাংলাদেশ তার স্বাভাবিক গতি থেকে পিছনে যেতে বাধ্য হয়েছে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আবু হাসান, উপদেষ্টা শামীম আহমদ ও জহিরুল হক মাহমুদ, সংগঠনের সহ সভাপতি ফয়েজুল ইসলাম ও এ্যাডভোকেট রাব্বি হাসান তারেক সহ সংগঠনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ।

আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মকসুদুল আরেফিন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ