Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-12-10T09:06:14Z
গোলাপগঞ্জ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করলেন গোলাপগঞ্জের আব্দুল গাফফার

বিজ্ঞাপন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করলেন গোলাপগঞ্জের আব্দুল গাফফার। ছবি : সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের জেলা কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন গোলাপগঞ্জের আব্দুল গাফফার আফজল। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডি থেকে পোস্ট করে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি তার ফেসবুক পোস্টে যা লিখেছেন নিম্নে হুবহু তুলে ধরা হলো -

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

গত জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের গণ আন্দোলনে আমিও একজন দেশের নাগরিক এবং ছাত্র হিসেবে অবদান রেখেছিলাম নিরপেক্ষভাবে। আমি এখনও নিরপেক্ষ আছি,কোনো ধরনের রাজনীতির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, ইনশাআল্লাহ থাকবেও না।

বিপ্লবের পর ভাই-বন্ধু,সহপাঠীদের সাথে দেশের সংস্কার কাজে সাধ্যমতো অবদান রাখার চেষ্টাও করেছি ,এবং অবশ্যই আগামীতেও দেশের উন্নয়নে ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নির্দলীয়-নিরপেক্ষ সকল ভালো কাজে নিজেকে শরিক রাখার চেষ্টা করবো।

দেশের এই বিপ্লবে সকল শ্রেণি-পেশার মানুষ অবদান রেখেছে এবং সংস্কার এ কাজও করেছে।আমার মতে এসব কমিটির কারণে মানুষের ঐক্যে ফাটল ধরে।

আমি বিশ্বাস করি, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হলে কোনো পদ-পদবীর প্রয়োজন নেই,নিজেকে প্রতিষ্ঠিত করি নিজের পরিবারের পাশাপাশি দেশের জন্য ভালো কিছু করতে চাই।

আমি ৫ আগস্ট পরবর্তী জেলায় কোন প্রোগ্রামেই উপস্থিত হই নি। গোলাপগঞ্জ এ একজন সাধারণ ছাত্র হিসেবে যতটুকু মানুষের জন্য কাজ করা যায় কাজ করার ট্রাই করছি। আমি কোন ফরম ও ফিলাপ করি নাই। আমাকে ৩/৪ দিন ফোন দেয়া হয়েছিল কমিটিতে থাকার ব্যাপারে। আমি বারবার ই না করছি কোন কমিটি তে কখনোই থাকতে চাই না। আমাকে বলা ও হইছিল যে আমার নাম থাকবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে, আমি হঠাৎ করেই কমিটিতে আমার নাম দেখতে পাই। এতে খুশি হওয়ার পরিবর্তে আমি বিব্রত হয়েছিলাম অনেক। জেলায় যারা কাজ করেন তাদের আরো দায়িত্বশীল হয়ে এসব কমিটি করা উচিৎ।

আমি একজন সাধারণ মানুষ হিসেবে সারজীবন মানুষের খেদমত করতে চাই। আমি এই কমিটি থেকে পদত্যাগ করলাম। দয়া করে আমাকে কেউ সমন্বয়ক, সদস্য এইসব বলবেন না আর।  আমি একজন সাধারণ ছাত্র হয়েই থাকতে চাই।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ