বিজ্ঞাপন
অপ্রকাশিত কথা
অলিউর রহমান
বলতে চাই, কিন্তু বলতে পারি না,
শব্দগুলো গলা অবধি এসে থমকে দাঁড়ায়।
চোখে চোখে হাজার কথা,
কিন্তু ঠোঁটের কোনে চাপা অপেক্ষার বেদনা।
তার কাছ থেকে শুনতে চাই,
যেন মনের কথা জানে, অনুভব করে।
একবার বলুক, আমিই তার কাছে,
মনের একান্তে রাখা গভীর কল্পনার প্রান্তে।
সে কি জানে এই হৃদয়ের তৃষ্ণা,
অব্যক্ত ভালোবাসা, ছোঁয়া-না-ছোঁয়া আশা।
মনের মাঝে জমে থাকা বেদনা,
অদৃশ্য বাঁধনে আটকে রাখা এই চাওয়া।
রাতে নিঃশব্দে আমি তার কথা ভাবি,
তার ছায়ায় লুকাই, স্বপ্নের গভীরে হারাই।
বলার আগেও ভয় পাই আমি,
যদি সে দূরে সরে যায় এই অজানা পথে।
কতবার চেয়েছি মুখ ফুটে বলতে,
অথচ সাহসের অভাবে ফিরিয়ে নিই নিজেকে।
কতবার চেয়েছি তার একটুখানি সাড়া,
যেন সে নিজেই আমার কাছে এসে বলে,
আমি আছি, আমি শুনছি তোমায়,
অভিমান ভেঙে ভালোবাসার পথে কাছে আসি।"
বলা হয় না, থেকে যায় সব,
অব্যক্ত শব্দের মোড়কে চাপা অপেক্ষা।
সে কি শুনবে কোনো একদিন,
আমার নীরব আকুতি, নিঃশব্দ ভালোবাসার বিনিময়?