বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ মু. জিল্লুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে কলেজ ছাত্রদলের নেতাকর্মীগণ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) নতুন অধ্যক্ষ মু. জিল্লুর রহমান যোগদানের সময় আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় তারা বলেন, দীর্ঘদিন থেকে ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দূর্নীতি, লুটপাট এমনকি কলেজে লেখাপড়ার পরিবেশ ব্যাহত করেছে। আমরা চাই সন্ত্রাস মুক্ত একটি আধুনিক কলেজ। যেখানে সকল শিক্ষার্থী নির্ভয়ে লেখাপড়া করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে দীর্ঘদিন কাজ করে চলেছে।
বক্তব্যে তারা আরও বলেন, ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার মান ও সার্বিক পরিস্থিতি উন্নয়ন জন্য ছাত্রদল সবসময় পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এমরান আহমদ, সদস্য মান্না আহমদ, ফাহিম আহমদ, কলেজ ছাত্রদল নেতা নিশান আহমদ, মুন্না আহমদ, শাকিল আহমদ, তানিম আহমদ, নাহিদ আহমদ, আসফাক আহমদ, মামুন আহমদ, মাজেদ আহমদ, রাসেদ আহমদ সহ প্রমুখ।
উল্লেখ্য, গত (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি-২ শাখার বাংলাদেশ সচিবালয় এক প্রজ্ঞাপন মাধ্যমে ২১টি বি.সি. এস (সাধারণ শিক্ষা) ক্যাডার বদলি/পদায়ন করা। যার মধ্যে সিলেট মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মু. জিল্লুর রহমানকে ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে পদায়ন করা হয়।