বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে জামায়াত নেতা মো: ফজলে রাব্বি চৌধুরী'র বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় রাব্বি কোথায় আছেন জানতে চায় তারা। এসময় তার বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশী তারা। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় রাব্বি এখন বাংলাদেশে থাকেন না তিনি বর্তমানে পরিবার সহ যুক্তরাজ্যে বসবাস করছেন।
গতকাল (২১ নভেম্বর) রাতে গোলাপগঞ্জ থানা পুলিশের ২০ থেকে ২২ জন সদস্যের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমে বলেন, যাদের উপর একাধিক মামলা রয়েছে তাদের বাড়িতে আমাদের এই বিশেষ অভিযান। আসামিদের আইনের আওতায় নিয়ে না আসা পর্যন্ত এই অভিযান চলবে। এর অংশ হিসেবেই গতরাতে জামায়াত নেতা রাব্বির বাড়িতে এই অভিযান হয়েছে।
এদিকে, রাব্বির পরিবারের কোনো সদস্য দেশে না থাকলেও তার বাড়ির কেয়ারটেকার ও স্বজনেরা এই অভিযানের পর থেকে আতংক আর উৎকন্ঠার মধ্যে আছেন বলে জানিয়েছেন। তারা বলেন, মো: ফজলে রাব্বি চৌধুরী সহ তার পরিবারের কেউ'ই এখন বাংলাদেশে থাকেন না। তারপরও তাকে গ্রেফতার করার জন্য কিছু দিন পরপর আমাদের বাড়িত পুলিশ আসে এবিষয়টি নিয়ে আমরা খুবই বিব্রতবোধ করছি।
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী জামায়াত নেতা মো: ফজলে রাব্বি চৌধুরীর উপর একাধিক মামলা রয়েছে। তিনি উপজেলার পৌরশহরের রনকেলি দিঘিরপাড় গ্রামের মোঃ ফজলুর রহমান চৌধুরীর ছেলে।