বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলামকে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে হত্যায় গোলাপগঞ্জ আইন ছাত্র পরিষদ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় ও আদালতের প্রবেশ সড়কে সন্ত্রাসী ‘হামলার শিকার’ হয়ে নিহত হন সাইফুল ইসলাম আলিফ। তার অমানবিক ও নৃশংস হত্যার প্রতিবাদে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় যে, আমরা গোলাপগঞ্জ আইন ছাত্র পরিষদ গভীর শোক ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, সম্প্রতি চিন্ময় দাসের অনুসারীদের সন্ত্রাসী হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম নির্মমভাবে নিহত হয়েছেন। এমন অমানবিক ও নৃশংস ঘটনা আমাদের সবাইকে মর্মাহত ও আতঙ্কিত করেছে।
আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। এ ঘটনায় জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন ন্যক্কারজনক ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। আইনজীবীসহ সমাজের সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জোরদাবি জানাচ্ছি।