Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-11-18T11:19:21Z
সিলেট

সিলেটে মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল

বিজ্ঞাপন
সিলেট নগরে মাস্ক পরে জয় বাংলা স্লোগানে ঝটিকা মিছিল হয়েছে। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট : সিলেটে মুখে কালো মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন একদল যুবক। এ সময় তাঁদের হাতে ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি ব্যানার। আজ সোমবার সকাল ৯টার দিকে সিলেট নগরের পূর্ব দরগাহ গেট এলাকায় মিছিলটি দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কয়েকজন যুবক মুখে কালো মাস্ক পরে একটি ব্যানার নিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে মিছিল শুরু করেন। ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। মিছিলে থাকা যুবকেরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে শুরু করে চৌহাট্টা মোড়ে গিয়ে শেষ করেন।

মিছিলের একটি ভিডিওতে দেখা গেছে, কালো মাস্ক পরিহিত কয়েকজন স্লোগান দিতে দিতে সামনের দিকে এগোচ্ছেন। এ সময় আশপাশেও নজর রাখছিলেন মিছিলে অংশগ্রহণকারীরা। তাঁরা ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপছে’; ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’; ‘বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, ছাত্রলীগ লড়বে’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।

৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর সিলেটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীদের প্রকাশ্যে দেখা যায়নি। তাঁদের কোনো কর্মসূচি পালন করতেও দেখা যায়নি। দলের নেতৃত্বদানকারী প্রায় সবাই আত্মগোপনে রয়েছেন। এ ছাড়া ছাত্র-জনতার ওপর হামলার একাধিক মামলায় গ্রেপ্তারও রয়েছেন অনেকে।

এমন পরিস্থিতির মধ্যে ‘জয় বাংলা’ স্লোগানের মিছিলটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, তাঁর কাছে এমন মিছিলের সুনির্দিষ্ট তথ্য নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ