বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : জমি সংক্রান্ত বিরোধের জেরে সিলেটের কানাইঘাটে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ধলিবিল দক্ষিণ নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ফয়জুল হোসেন (৬৮)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। অভিযুক্ত সুলতান আহমদ (৫০) সম্পর্কে নিহতের চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির জমি নিয়ে ফয়জুল হোসেনের সঙ্গে সুলতান আহমদের বিরোধ চলছিল। এর জেরে কয়েকদিন ধরে ফয়জুল হোসেনকে হত্যার চেষ্টা করছিলেন সুলতান আহমদ। আজ ভোর সাড়ে ৬টার দিকে যখন প্রবাসী ছেলে আলী রাজাকে নিয়ে নিজ বসতঘরে ছিলেন ফয়জুল। তখন ধারালো রামদা নিয়ে এসে সুলতান আহমদ গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তাদের কোপানোর চেষ্টা করলে প্রাণ রক্ষার্থে আলী রাজা সরে গেলে ফয়জুল হোসেনকে সামনে পেয়ে মাথা ও গলায় এলোপাতাড়ি কোপাতে থাকে সুলতান।
খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে সুলতান আহমদকে তার বসতঘরে আটকে রেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক সুলতান আহমদকে আটক করে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, সুলতান আহমদ হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, সুলতান আহমদ এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সবসময় দা নিয়ে এলাকায় বেপরোয়াভাবে চলাফেরা করতেন। তার ভয়ে আপন ভাই ও চাচাতো অপর ভাইয়েরা ভয়ে বাড়ি ছেড়ে সিলেট শহরে বসবাস করছেন।