Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-11-22T16:16:29Z
কোম্পানীগঞ্জসিলেট

সিলেটে বিদেশি পিস্তল ও মাদকসহ নারী আটক

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার অপরাধ ও মাদকের আস্তানা খ্যাত স্থানীয় তেলিখাল ইউনিয়নের গৌখালের পার এলাকায় পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, পাঁচ কেজি গাঁজা ও নগদ প্রায় সাড়ে আট লাখ টাকাসহ হোছনা বেগম (৪৫) নামক এক মহিলাকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান। আটক মহিলা তেলিখাল ইউনিয়নের গৌখালের পার গ্রামের কাছাব আলীর স্ত্রী।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ (২১ নভেম্বর) বৃহস্পতিবার রাতে গৌখালের পার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানকার অপরাধিরা পালিয়ে গেলেও পুলিশ ওই গ্রামের কাছাব আলীর ঘরে অভিযান চালিয়ে গৃহকর্তা কাছাব আলীর স্ত্রী হোছনা বেগমকে আটক করে। এবং তার দেয়া তথ্যমতে উক্ত ঘর থেকে একটি বিদেশী পিস্তল, ৫ কেজি গাঁজা, এবং মাদক বিক্রির নগদ ৮ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় গৌখালের পার এলাকার একটি সংঘবদ্ধ অপরাধী চক্র কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাই, রাহাজানি ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ইতোপূর্বে এ চক্রের সাথে তৎকালীন স্থানীয় রাজনীতিকদের আঁতাত থাকায় এদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, আটককৃত মহিলাসহ ৩ জনকে এজাহারনামীয় আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই তন্ময় কান্তি দাস, এসআই শরিফুল ইসলাম, এসআই শরিফ আহমেদ, এএসআই শিশির আহমেদ মুকুল ও এএসআই শামীম আহমেদ।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ