বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : সামাজিক সংগঠন 'বন্ধন ব্লাড ডোনার ক্লাব গোলাপগঞ্জ' এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিত করতে 'ব্লাড ক্যাম্পেইন' সম্পন্ন হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দিনব্যাপী গোলাপগঞ্জ চৌমুহনীতে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, গোলাপগঞ্জ স্টুডেন্ট'স ফোরাম প্রধান নির্বাহী সাংবাদিক দেলওয়ার হোসেন মান্না, প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুর রহমান, সাংবাদিক সামিল হোসেন , গোলাপগঞ্জ স্টুডেন্ট'স ফোরামের সভাপতি মাহফুজ খান, সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক শিবলু উদ্দিন তালুকদার, গোলাপগঞ্জ কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লায়েক আহমদ, ক্লাব সদস্য মাহি আফজল, ছাইদুর রহমান,খালেদ আহমদ প্রমুখ।