Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-11-02T07:19:12Z
সিলেট

সিলেটের হ-ত্যা মামলার ২ আসামি ঢাকা থেকে গ্রেফতার

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : আধিপত্য বিস্তার নিয়ে সিলেট নগরীর সাগরদিঘী পাড় এলাকায় শাওন আহমদ (১৭) নামে কিশোর হত্যা মামলায় দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২ নভেম্বর) ভোরে সিলেট র‌্যাব-৯ ও ঢাকা র‌্যাব-১ যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো– কোতয়ালি থানাধীন বাগবাড়ি এলাকার নুরুল আমিনের ছেলে সেলিম (২০) এবং মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।

শনিবার (২ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাবের সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব যৌথ অভিযান চালিয়ে ঢাকার উত্তরখান থানাধীন সামুলখার কমপ্লেক্সের সামনে থেকে সেলিম ও রাব্বিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মহানগর পুলিশের কোতয়ালি থানায় হত্যা মামলা রয়েছে। আসামিরা গ্রেফতার এড়াতে পলাতক ছিল। সেই সঙ্গে মামলার অন্যান্য আসামিকে গ্রেফতার করতে কাজ করছে র‌্যাব।

জানা যায়, ১৮ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টার দিকে একদল যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন শাওন। ওইদিন রাত ১১টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাওন সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়ার সেলিম মিয়ার ছেলে।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ