Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-11-01T14:16:23Z
সিলেটহবিগঞ্জ

সিলেট সীমান্তে হবিগঞ্জের ইউপি চেয়ারম্যান আটক

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : ভারতে যাওয়ার সময় সিলেটের তামাবিল সীমান্তে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের পদচ্যুত চেয়ারম্যান নোমান হোসেনকে (৩৮) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।

আটককৃত নোমান হোসেন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের ছেলে। নোমান উপজেলা যুবলীগের বহিষ্কৃত সদস্য।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বৈধপথে ভারত যাওয়ার চেষ্টা করেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সন্দেহ হলে নোমান হোসেনকে আটক করা হয়। পরে তাঁকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে সিলেট বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে নোমান হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জগন্নাথপুর থানায় নোমান হোসেনের নামে মামলা রয়েছে বলে জানা যায় এবং ওই মামলায় তিনি জামিনে রয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে জামিনে থাকলেও তিনি বিদেশে যেতে পারবেন না।’


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ