Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-11-01T08:46:33Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজারে যুবক অ-প-হ-র-ণে-র অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : বিয়ানীবাজারের মেওয়া গ্রামের মো. আজমান আলীর পুত্র জাবির আহমদ (২২) কে অপহরণের অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করে আদালতে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী জাবিরের ভাই জামিল আহমদ। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক আসমা জাহান ঘটনার তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মামলার শুনানিতে অংশ নেন এডভোকেট জাফর ইকবাল তারেক ও এডভোকেট মো: আব্দুল মুকিত অপি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত শত্রুতার জের ধরে বাদীর পাশাপাশি বাড়ির বাসিন্দা মৃত জবেদ আলীর পুত্র আব্দুল খালিক, মৃত সিরাজ মিয়ার পুত্র আব্দুর রহিম ও সোয়া মিয়ার পুত্র আবু তাহেরসহ ৪/৫ জন সংঘবদ্ধ অপহরণকারী চক্র বিগত ১১ অক্টোবর ভিকটিম জাবির আহমদকে চারখাই বাজার থেকে অপহরণ করে। তার খোঁজ না পেয়ে ১২ অক্টোবর বিয়ানীবাজার থানায় জাবিরের পিতা জিডি দায়ের করেন, যাহার নং-৫৫৯। অভিযুক্ত আব্দুল খালিক বাদীর পরিবারকে ভিটেমাটি ছাড়া করতে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমায় জড়িয়ে, গুম-খুনের হুমকি দিয়ে আসছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়।

গত ২৪ অক্টোবর একই কক্ষে থাকা আরেক অপহৃত কৌশলে পালিয়ে যাওয়ার সময় জাবিরের হাতের বাঁধ খুলে দিলে ভাগ্যক্রমে অপহরণকারী চক্রের হাত থেকে পালিয়ে চট্টগ্রামের পাহাড়তলী থানায় আশ্রয় নেয় ভিকটিম জাবির। পরে খবর পেয়ে জাবিরের ভাই, আত্মীয় স্বজন বিয়ানীবাজার থানা পুলিশের সহযোগিতায় জাবিরকে উদ্ধার করে সিলেট নিয়ে আসেন। পরে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ